ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী চাঁদ

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : ১২:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৯৪৮ Time View

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাম ঘোষণায় আবু সাঈদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃণমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।

জানা যায়, ইতোপূর্বে একাধিক সংসদ নির্বাচনে  চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বারবার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেওয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাইকমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।

আবু সাঈদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেলখানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণপ্রিয় সহধর্মিণীকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী চাঁদ

রাজশাহী প্রতিনিধি
Update Time : ১২:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাম ঘোষণায় আবু সাঈদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃণমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।

জানা যায়, ইতোপূর্বে একাধিক সংসদ নির্বাচনে  চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বারবার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেওয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাইকমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।

আবু সাঈদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেলখানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণপ্রিয় সহধর্মিণীকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাঈদ চাঁদ।