রসিকের তিন কর্মকর্তাকে বদলি, সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

- Update Time : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫০৩৭ Time View
সংবাদ প্রকাশের জেরে রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর ও হেনস্থার মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রকিবুল ইসলাম সাগর। এ নিয়ে এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হলো। অন্যদিকে এ ঘটনায় সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় রংপুর মহানগরীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাগর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার মহসিন মিয়ার ছেলে। মামলার এজাহারভূক্ত ৬ নম্বর আসামি।
এর আগে, সোমবার রাতে নগরীর নিউ আদর্শপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৫নম্বর আসামি রতন মিয়াকে । তিনি রংপুর অতিরিক্ত মেট্রোপলিটন আমলি আদালতরে বিচারক রাশেদ হোসাইনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এ ঘটনার সাথে নিজের এবং জড়িতদের বিষয়ে জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত শাহীন জবানবন্দির আবেদন করেন।
এদিকে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সিটি করপোরেশন থেকে অপসারণের দাবিতে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ। পরে তারা পুলিশ কমিশনার মজিদ আলীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
গেল ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে জুলাই রাজবন্দির পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনেরে এনে মারধোর করা হয়। পরে নতুন ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য বাধ্য করার চেষ্টা করা হয়। এ ঘটনার পর সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্তা করেন।
এ ঘটনায় সাংবাদিক বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে। এ ঘটনায় প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাংবাদিকরা।
এদিকে রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে , এই ঘটনার জেরে ট্রেড লাইস্নে শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারি রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলি করে অন্য শাখায় দেয়া হয়েছে।
গত ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে “রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদের জেরে তাকে অপহরণ করে নিয়ে মারধর ও তার প্রকাশিত সংবাদের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করানোর চেষ্টা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়