রক্তদানে ধর্ম কোনো বাধা নয়- বাকৃবি উপাচার্য

- Update Time : ১১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৪৬ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “রক্তদানে ধর্ম কোনো বাঁধা নয়। এই বিষয়টি সবাইকে জানাতে হবে।”
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বাকৃবির সুলতানা রাজিয়া হলে নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “মানবতাবোধ সবার মধ্যে তৈরি করতে হবে। রক্ত দিলে শরীর সুস্থ থাকে, তাই সবাই বেশি বেশি রক্ত দেওয়ার মানসিকতা তৈরি করবে। বিশ্ববিদ্যালয় থেকে বাঁধনের যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
এসময় বাঁধন সুলতানা রাজিয়া হল ইউনিটের সভাপতি নুসরাত জেরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জান্নাতুল মিনহার সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রুহুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন।