রক্তদাতা সংগঠন বাঁধনের ২৮ বছর পূর্তি
- Update Time : ১০:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
‘আঠাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে শুরু হয়। পরে কামাল রঞ্জিত মার্কেট প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের ২৮ বছর পূর্তি উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ পরাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী। এ ছাড়া সংগঠনটির প্রায় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধনের প্রতিটি সদস্য মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। এই সংগঠনটি নিঃস্বার্থ পরিশ্রমের সাফল্য নিয়ে আরও একটি বছর পার করল। এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৭ সালে বাকৃবিতে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।
মানুষের জীবন–মরণের সন্ধিক্ষণে রক্তের খুব প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রিয়জনের জন্য রক্তের ব্যবস্থা করতে অনেকে দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মানুষ বাঁধনকে পাশে পায়। সংগঠনের সদস্যরা নিজেরা রক্তদান ও রক্তসংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচায়—যা নিঃসন্দেহে পুণ্যের কাজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































