ব্রেকিং নিউজঃ
রংপুর সদরে ইকবাল বিজয়ী

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
- Update Time : ১০:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ১৯৫ Time View
রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৬৩৭ ভোট।
বুধবার (২৯ মে) ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ উপজেলায় সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে গঙ্গাচড়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৮ হাজার ২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেতা মোকাররম হোসেন সুজন পেয়েছেন ২৬ হাজার ২৮৩ ভোট।