রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অগ্নিকাণ্ড
- Update Time : ১২:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৭৮ Time View
কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো: রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের তৃতীয় তলায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে মিটার বক্সে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এরপরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তারপরও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে জানানো যাবে।
এদিকে ঘটনার সময় ওই ভবনের বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভয়ে ছুটোছুটি শুরু করে। কেউ কেউ আতঙ্কে চিৎকার করতে থাকেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডে মিটার বক্স ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়