ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

রংপুরে সাংবাদিককে বাসা থেকে ধরে এনে মামলা দেয়ার অভিযোগ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৮:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১২২ Time View
রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে ধরে নিয়ে এসে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, যৌতুকের মামলায় দণ্ডিত আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে একজনের দেয়া লিখিত অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় তাকে হেনস্তা করতে এমনটি করেছেন।
সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রায় এক দশক ধরে সে ওই পত্রিকায় কর্মরত রয়েছে। বাসা থেকে ধরে নিয়ে এসে সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর এ ঘটনা জানাজানি হলে তোলপাড় শুরু হয়েছে।
তবে পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের মামলায় আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওসির বিরুদ্ধে তোলা অভিযোগের সত্য নয়।
এ দিকে সাংবাদিক আশরাফুল ইসলামসহ ১৩ জনের নামে দায়ের করা মামলার বাদী বুলবুল হোসেন হচ্ছেন যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমদেল হোসেনের আপন ভাতিজা।
মামলার ১৩ জন আসামির মধ্যে শুধুমাত্র সাংবাদিক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের ঘটনাসহ ওসির বিরুদ্ধে তোলা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তারাগঞ্জ থানার বর্তমান ওসি মোস্তাফিজার রহমান এর আগেও তারাগঞ্জে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর সদর কোতোয়ালি থানা থেকে পুনরায় ওসি হিসেবে তারাগঞ্জ থানায় যোগদান করেন।
সম্প্রতি যৌতুকের একটি মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মমদেল হোসেনকে আদালতের নির্দেশ সত্ত্বেও গ্রেপ্তার না করায় ওই যৌতুক মামলার বাদী পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। ওই লিখিত অভিযোগের সূত্র ধরে গত ১২ আগস্ট দৈনিক সংবাদ পত্রিকায় ৪র্থ পাতায় একটি খবর প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল ‘সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করায় ওসির বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ’।
ভুক্তভোগী আশরাফুলের দাবি, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার না হওয়ার খবর প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তারাগঞ্জ থানার ওসি বিভিন্ন ভাবে ওই মামলার বাদীকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ খবর প্রকাশ করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন ওসি মোস্তাফিজার রহমান ।
অন্যদিকে গত ২৪ আগস্ট রংপুর নগরীতে নারী নির্যাতন বিরোধী একটি কর্মশালায় অংশ নেন সাংবাদিক আশরাফুল ইসলাম। ওই কর্মশালায় তিনি তারাগঞ্জের আশ্রায়ণ প্রকল্পসহ দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। বিষয়টি বিভিন্ন মারফতে ওসি জানতে পারেন বলেও দাবি করেন আশরাফুল ইসলাম।
এরই মধ্যে গত ৩০ আগস্ট জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় আশরাফুলের চাচাসহ ছোট ভাইদের সঙ্গে হাতাহাতি আর সংঘর্ষ হয়। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এর তিনদিন পর ২ সেপ্টেম্বর সকালে সাংবাদিক আশরাফুল ইসলামকে তার বাসা থেকে পুলিশ আটক করে।
ভুক্তভোগী আশরাফুলের দাবি তাকে থানায় প্রায় দুই ঘণ্টা আটক রেখে মারামারির ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করার পর আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি।
সার্বিক বিষয়ে জানতে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি জানি আপনি কি জানতে চাইছেন। আমি আপনাকে সব বলব, আপনি থানায় আসেন। মুঠোফোনে এত কথা বলতে চাই না।
এসময় তার বিরুদ্ধে সাংবাদিক আশরাফুল ইসলামের আনা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছেন দাবি করে ফোন কল কেটে দেন।
এদিকে রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, ওই আসামির ব্যাপারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ার অভিযোগে মামলা রয়েছে। মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। তবে পুলিশ তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল। পরে আদালত তাকে জামিন দিয়েছেন।
১৩ জন আসামির মধ্যে শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করার প্রসঙ্গে জানতে চাইলে ইফতেখায়ের আলম বলেন, অন্য আসামি পলাতক থাকতে পারে। একারণে হয়তো তাদের গ্রেপ্তার করেনি। মামলা থাকলে আসামি গ্রেপ্তার হবে, কারণ এটি পুলিশের দায়িত্ব। তবে ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরে সাংবাদিককে বাসা থেকে ধরে এনে মামলা দেয়ার অভিযোগ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৮:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে ধরে নিয়ে এসে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, যৌতুকের মামলায় দণ্ডিত আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে একজনের দেয়া লিখিত অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় তাকে হেনস্তা করতে এমনটি করেছেন।
সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রায় এক দশক ধরে সে ওই পত্রিকায় কর্মরত রয়েছে। বাসা থেকে ধরে নিয়ে এসে সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর এ ঘটনা জানাজানি হলে তোলপাড় শুরু হয়েছে।
তবে পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের মামলায় আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওসির বিরুদ্ধে তোলা অভিযোগের সত্য নয়।
এ দিকে সাংবাদিক আশরাফুল ইসলামসহ ১৩ জনের নামে দায়ের করা মামলার বাদী বুলবুল হোসেন হচ্ছেন যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমদেল হোসেনের আপন ভাতিজা।
মামলার ১৩ জন আসামির মধ্যে শুধুমাত্র সাংবাদিক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের ঘটনাসহ ওসির বিরুদ্ধে তোলা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তারাগঞ্জ থানার বর্তমান ওসি মোস্তাফিজার রহমান এর আগেও তারাগঞ্জে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর সদর কোতোয়ালি থানা থেকে পুনরায় ওসি হিসেবে তারাগঞ্জ থানায় যোগদান করেন।
সম্প্রতি যৌতুকের একটি মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মমদেল হোসেনকে আদালতের নির্দেশ সত্ত্বেও গ্রেপ্তার না করায় ওই যৌতুক মামলার বাদী পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। ওই লিখিত অভিযোগের সূত্র ধরে গত ১২ আগস্ট দৈনিক সংবাদ পত্রিকায় ৪র্থ পাতায় একটি খবর প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল ‘সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করায় ওসির বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ’।
ভুক্তভোগী আশরাফুলের দাবি, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার না হওয়ার খবর প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তারাগঞ্জ থানার ওসি বিভিন্ন ভাবে ওই মামলার বাদীকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ খবর প্রকাশ করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন ওসি মোস্তাফিজার রহমান ।
অন্যদিকে গত ২৪ আগস্ট রংপুর নগরীতে নারী নির্যাতন বিরোধী একটি কর্মশালায় অংশ নেন সাংবাদিক আশরাফুল ইসলাম। ওই কর্মশালায় তিনি তারাগঞ্জের আশ্রায়ণ প্রকল্পসহ দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। বিষয়টি বিভিন্ন মারফতে ওসি জানতে পারেন বলেও দাবি করেন আশরাফুল ইসলাম।
এরই মধ্যে গত ৩০ আগস্ট জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় আশরাফুলের চাচাসহ ছোট ভাইদের সঙ্গে হাতাহাতি আর সংঘর্ষ হয়। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এর তিনদিন পর ২ সেপ্টেম্বর সকালে সাংবাদিক আশরাফুল ইসলামকে তার বাসা থেকে পুলিশ আটক করে।
ভুক্তভোগী আশরাফুলের দাবি তাকে থানায় প্রায় দুই ঘণ্টা আটক রেখে মারামারির ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করার পর আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি।
সার্বিক বিষয়ে জানতে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি জানি আপনি কি জানতে চাইছেন। আমি আপনাকে সব বলব, আপনি থানায় আসেন। মুঠোফোনে এত কথা বলতে চাই না।
এসময় তার বিরুদ্ধে সাংবাদিক আশরাফুল ইসলামের আনা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছেন দাবি করে ফোন কল কেটে দেন।
এদিকে রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, ওই আসামির ব্যাপারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ার অভিযোগে মামলা রয়েছে। মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। তবে পুলিশ তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল। পরে আদালত তাকে জামিন দিয়েছেন।
১৩ জন আসামির মধ্যে শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করার প্রসঙ্গে জানতে চাইলে ইফতেখায়ের আলম বলেন, অন্য আসামি পলাতক থাকতে পারে। একারণে হয়তো তাদের গ্রেপ্তার করেনি। মামলা থাকলে আসামি গ্রেপ্তার হবে, কারণ এটি পুলিশের দায়িত্ব। তবে ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখা হবে।