রংপুরে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

- Update Time : ০১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ২৪৬ Time View
রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে দশ দিনব্যাপী বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) উদ্যোক্তা মেলা, ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। রংপুর জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, বিসিক উদ্যোক্তা মেলা রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে সহায়ক ভূমিকা পালন করবে। দেশে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প-উদ্যোক্তার খুবই প্রয়োজন। এই মেলা সমাজে বেকার যুবকদের উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধ করবে।
তিনি আরও বলেন, দেশের শিল্পায়নে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। স্বাধীনতার পর দেশে শিল্প-উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পেলেও তা সন্তোষজনক নয়। দেশের শিল্পব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে তিনি বেশি সংখ্যক শিল্প-উদ্যোক্তা তৈরির জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এহছানুল হক, রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দশ দিনব্যাপী এই বিসিক উদ্যোক্তা মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের ৬০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়