রংপুরে নিবন্ধন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা

- Update Time : ০৫:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ২৬০ Time View
নিবন্ধন অধিদপ্তর কর্তৃক রংপুর বিভাগে বাজেট প্রণয়ন, পরিচালন ও আইবিএসপ্লাস এর ব্যবহার এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রংপুর চিকলি ওয়াটার পার্কের কনভেনশন হলে “যতদিন বাঁচি, ততদিন শিখি” স্লোগানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের রেজিষ্ট্রি অফিসের পরিদর্শক মোঃ আশরাফুজ্জামান, রাজশাহী বিভাগের রেজিষ্ট্রি অফিসের পরিদর্শক মোঃ জিয়াউল হক। কোর্স পরিচালনা করেন রংপুর জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুস সালাম প্রামাণিক।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় রংপুর বিভাগের আটজন জেলা রেজিস্ট্রার, ৩৯ জন সাব রেজিস্ট্রার এবং ১৬১ জন সহায়ক কর্মচারী অংশ নেন।
কোর্স সমন্বয়ক ছিলেন রংপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠাপুকুর উপজেলা সাব রেজিস্ট্রার সবুজ মিয়া ও পীরগাছা উপজেলা সাব রেজিস্ট্রার তিথী রানী।
আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা সাব রেজিস্ট্রার ফজলে রাব্বী, তারাগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হাসান, বদরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমান এবং কাউনিয়া উপজেলা সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম প্রমুখ।