রংপুরে দেশি কাপড় বিদেশি বলে বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

- Update Time : ১১:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২০ Time View
দেশি কাপড় বিদেশি বলে বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর সেন্ট্রাল রোড এবং সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় দেশি কাপড় বিদেশি বলে বিক্রি এবং বিক্রির সময় বিদেশি কাপড়ের স্বপক্ষে প্রমাণ দেখাতে না পারা, ক্রয় রশিদ না থাকা, নিজস্ব কারখানা না থেকেও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কাপড় বিক্রয় করা, অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রয় করার অপরাধে ভাই ভাই ট্রেডিংকে ছয় হাজার টাকা, সাফা ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা, জনতা গার্মেন্টসকে ১০ হাজার টাকা, জমজম ট্রেডিংকে সাত হাজার টাকা, নিশাত বেনারসিকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: লোকমান হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, ভোক্তা পর্যায়ে যেন কেউ কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে আমরা অভিযান পরিচালনা করে আসছি। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।