রংপুরে ডিজিটাল সেন্টারের অনিয়মে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

- Update Time : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৯ Time View
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে আতাউর রহমান মিঠু নামে এক উদ্যোক্তার অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও গ্রাহককে মারধরের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত আতাউর রহমান মিঠুর সকল অনিয়ম-দুর্নীতি তদন্তে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সোমবার (৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাঝিপাড়া বাজারে এ মানববন্ধন’র আয়োজন করা হয়। এর আগে ক্ষুদ্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল বের করেন। মিছিল বাজারের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রামের অন্তত দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবার চেয়ে হয়রানি বেশি হচ্ছে। নানাভাবে গ্রাহককে হয়রানি ও সার্ভার ডাউনসহ অন্য জটিলতার কথা বলে উদ্যোক্তা আতাউর রহমান মিঠু মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। তার সহকারি হিসেবে নিজের স্ত্রী থাকলেও কোন দিন তিনি ডিজিটাল সেন্টারে আসেন না।
তারা আরও অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল সেন্টারটি চলছে মাঝিপাড়া বাজারের একটি ভাড়া দোকানে। ফলে তিনি অনিয়মকে নিয়মে পরিণত করছেন। গত রোববার সেবা নিতে গেলে রণজিৎ চন্দ্র সরকার নামে এক গ্রাহককে মারধর করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালাগাল করেন আতাউর রহমান মিঠু। এ ঘটনার গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খাঁন ইকবাল, কান্দি আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার মিশ্র, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম দুখু, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মধূসূদন চন্দ্র বর্মন, প্রেমানন্দ দাসসহ অনেকে।
এ সব অভিযোগের ব্যাপারে জানতে উদ্যোক্তা আতাউর রহমান মিঠুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, এটি সামান্য বিষয়। আমি মিমাংসা করে দিতে চেয়েছিলাম কিন্তু তারা মানেন না। একটি মহলের ইন্ধনে ঘটনাটিকে ইস্যু হিসেবে দাঁড় করাতে চাইছে আরেকটি পক্ষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, এ ধরণের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।