ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সালাহউদ্দিনকে ‘নব্য গডফাদার’ বলায় এনসিপি’র মঞ্চ ভাঙচুর, সভা পণ্ড স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে শিশু হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার জামায়াতের অনেক দায় কাধেঁ নিয়েছে বিএনপি – টুকু টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেপ্তার ফ্যাসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে: মির্জা ফখরুল রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১, আহত ২৫ এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

রংপুরে গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুই নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৬:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৯৪ Time View

রংপুরে ১৫ রাউণ্ড গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বরো বোরের একটি দোনলা ও দুটি একনলা বন্দুক, তিনটি ভূয়া লাইসেন্স ও পনেরো রাউণ্ড গুলি রয়েছে। তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, রংপুরের বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিতে ডাচ্ বাংলা ব্যাংক ও ওয়ালটন মোড় এলাকায় থাকা যমুনা ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। পৃথক এ অভিযানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) আটক করা হয়। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১৫ রাউণ্ড গুলিসহ লাইসেন্সবিহীন অবৈধ তিনটি বন্দুক ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।

তারা তিনজনই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স এবং বিগ সিকিউরিটি এণ্ড লজিসটিকস্ সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়।

ওসি আতাউর আরও জানান, তিনজনের মধ্যে একজন পালিয়েছে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় প্রত্যেকের অস্ত্র আইনে এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। আসামি দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

রংপুরে গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুই নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৬:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রংপুরে ১৫ রাউণ্ড গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বরো বোরের একটি দোনলা ও দুটি একনলা বন্দুক, তিনটি ভূয়া লাইসেন্স ও পনেরো রাউণ্ড গুলি রয়েছে। তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, রংপুরের বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিতে ডাচ্ বাংলা ব্যাংক ও ওয়ালটন মোড় এলাকায় থাকা যমুনা ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। পৃথক এ অভিযানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) আটক করা হয়। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১৫ রাউণ্ড গুলিসহ লাইসেন্সবিহীন অবৈধ তিনটি বন্দুক ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।

তারা তিনজনই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স এবং বিগ সিকিউরিটি এণ্ড লজিসটিকস্ সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়।

ওসি আতাউর আরও জানান, তিনজনের মধ্যে একজন পালিয়েছে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় প্রত্যেকের অস্ত্র আইনে এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। আসামি দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।