রংপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

- Update Time : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ২১৪ Time View
রংপুরে ফরহাদ আলম নামে এক মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় চালক পলাতক থাকলেও কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) দুপুর ১২ টার রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোর ধাক্কায় মোটরসাইকেল চালক আকিজ কোম্পানীর কাভার্ড ভ্যানের পিছনের চাকায় পরে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালকের উপর দিয়ে কাভার্ড ভ্যানের পিছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আকিজ কোম্পানীর কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।