যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই: বুবলী
- Update Time : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ৩৮৮ Time View
সিনেমা মুক্তিকে ঘিরে জোরসে প্রচারণা চালাচ্ছে ‘প্রহেলিকা’ টিম, যার একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। সদ্য উন্মুক্ত হল সিনেমাটির একটি ক্যারেক্টার পোস্টার যেখানে বুবলীকে দেখা গিয়েছে খাঁচাবন্দি রূপে!
সেই পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’! যদিও ‘প্রহেলিকা’র গল্পের সঙ্গে মিল রেখে এমনটি লেখা হয়েছে।
বুবলীর ভাষ্য, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। গল্পের অর্পা দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে সিনেমাজুড়ে।’
গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগ প্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কিভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে গল্পে।’
সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন অর্পা চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়