যুবাদের প্রতিপক্ষও ভারত

- Update Time : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ২৮৯ Time View
চীনের হাংজুতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল যখন ভারতের বিপক্ষে মাঠে নামবে তার পনের মিনিট আগে নেপালের কাঠমান্ডুতে শুরু হয়ে যাবে বাংলাদেশ-ভারত আরেকটি ফুটবল ম্যাচ।
কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে বাংলাদশ ও ভারতের এই লড়াইটি সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের।
দক্ষিণ এশিয়ার ৬ টি দেশ এই প্রতিযোগিতায় খেলছে। বাংলাদেশ, ভারত ও ভুটান খেলছে ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপের তিন দল হচ্ছে-নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।
বৃহস্পতিবার উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক নেপাল।
গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল নিয়ে সেমিফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর ফাইনাল।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নেপাল। ২০১৫ সালে ঘরের মাঠে নেপাল ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
ওই আসরে বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়