যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব: গফুর সরকার
- Update Time : ১০:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১ Time View
সরকার দলীয় এমপি না হলে এলাকার উন্নয়ন সম্ভব না। অনেক সময় অনেকে এই অঞ্চলের মানুষের আবেগকে পুঁজি করে এমপি হয়েছেন। কিন্তু এলাকার মানুষের কথা চিন্তা করেন নাই। শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। তাই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগের বেহাল দশা, বেকারত্বে অভিশাপে ধুকছে যুবসমাজ। আমি আশা করি আগামীর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে।
এই আসনে ধানের শীষ নির্বাচিত হলে কিশোরগঞ্জ-সৈয়দপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। অচল কলকারখানা গুলোকে সচল করে যুবকদের জন্য কর্মস্থান সৃষ্টির জন্য কাজ করে যাবো।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন নীলফামারী-০৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক এ.কে.এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শামীম হোসেন বাবু, দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সিএসএম তপন, দৈনিক নওরোজের উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম,দৈনিক জনকন্ঠের উপজেলা প্রতিনিধি সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।






























































































































































































