ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ গণহত্যা সহে না কবিতা : ৩৬ তম জাতীয় কবিতা উৎসব শুরু

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৬৬ Time View

‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৬ তম জাতীয় কবিতা উৎসব ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক শোভাযাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে এ উৎসবের উদ্বোধন করেন
বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশিষ্ট কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ কবিতা উৎসবে অংশগ্রহণকারী দেশ-বিদেশের কবিদের স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা যেভাবে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা হামলা ও অবরোধের নামে নারী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করে প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার দাবি করি।

কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আরও বলেন, পৃথিবী জুড়ে প্রতিদিন অসম যুদ্ধে শিশুহত্যা, নারীহত্যাসহ অগণিত মানুষের প্রাণ-সংহার, বসতি উচ্ছেদ ও লুণ্ঠনের ভয়াবহতা আমরা আর সইতে পারছি না। তাই, প্রাচীনকাল থেকে যে সুন্দর ও বাসযোগ্য মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে এসেছি, আমরা প্রতিমুহূর্তে সেই প্রেমময়, প্রীতিময়, ভালোবাসাময় ও সম্প্রীতিময় দেশ
এবং সমাজ চাই।

উৎসবে ভারত, ফিলিপাইন, ইরান ও নেপালসহ বিভিন্ন দেশের কবিগণ অংশগ্রহণ করে তাদের স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, জাতীয় কবিতা উৎসব ২০২৪ এর আহ্বায়ক শিহাব সরকার, জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ সহ দেশ-বিদেশের বিশিষ্ট কবিগণ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

যুদ্ধ গণহত্যা সহে না কবিতা : ৩৬ তম জাতীয় কবিতা উৎসব শুরু

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৬ তম জাতীয় কবিতা উৎসব ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক শোভাযাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে এ উৎসবের উদ্বোধন করেন
বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশিষ্ট কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ কবিতা উৎসবে অংশগ্রহণকারী দেশ-বিদেশের কবিদের স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা যেভাবে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা হামলা ও অবরোধের নামে নারী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করে প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার দাবি করি।

কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আরও বলেন, পৃথিবী জুড়ে প্রতিদিন অসম যুদ্ধে শিশুহত্যা, নারীহত্যাসহ অগণিত মানুষের প্রাণ-সংহার, বসতি উচ্ছেদ ও লুণ্ঠনের ভয়াবহতা আমরা আর সইতে পারছি না। তাই, প্রাচীনকাল থেকে যে সুন্দর ও বাসযোগ্য মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে এসেছি, আমরা প্রতিমুহূর্তে সেই প্রেমময়, প্রীতিময়, ভালোবাসাময় ও সম্প্রীতিময় দেশ
এবং সমাজ চাই।

উৎসবে ভারত, ফিলিপাইন, ইরান ও নেপালসহ বিভিন্ন দেশের কবিগণ অংশগ্রহণ করে তাদের স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, জাতীয় কবিতা উৎসব ২০২৪ এর আহ্বায়ক শিহাব সরকার, জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ সহ দেশ-বিদেশের বিশিষ্ট কবিগণ উপস্থিত ছিলেন ।