ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে ট্রাক থেকে পালালো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ১২৭ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে উল্টে পড়া একটি ট্রাক থেকে প্রায় ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এ ঘটনার পর মৌমাছির ঝাঁক থেকে লোকজনকে দূরে রাখতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড ওজনের সক্রিয় মৌচাকবাহী ওই ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।

হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিভাগের কর্মকর্তারা একাধিক অভিজ্ঞ মৌচাষীর সহায়তা নেন। লক্ষ্য হচ্ছে, যত বেশি সংখ্যক মৌমাছিকে বাঁচানো যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত’ সড়কের যেখানে দুর্ঘটনা হয়েছে, সেটি বন্ধ থাকবে। ’

সতর্কতা জারি করে হোয়াটকম কাউন্টির শেরিফ বলছে, ‘২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। মৌমাছি পালানো এবং ঝাঁক বেধে ঘুরে বেড়ানোর সম্ভাবনা থাকায় এলাকাটি এড়িয়ে চলুন।’

তারা বলছে, ‘মৌমাছিদের চাকে ফেরাতে ও রানি মৌমাছিকে খুঁজে বের করার সুযোগ দিতে পরিকল্পনা করা হয়েছে। এটা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হওয়া উচিত। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে পুলিশ ‘মৌচাষীদের’ ধন্যবাদ জানিয়ে বলেছে, দুর্ঘটনার পর দুই ডজনের বেশি মৌচাষী মৌমাছিদের উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসেন।

আজ সকালের মধ্যে বেশিরভাগ মৌমাছিরই চাকে ফেরার কথা, জানিয়েছে শেরিফের কার্যালয়।

পুলিশের শেয়ার করা এক ভিডিওতে উল্টে পড়া লরির আশপাশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিকে উড়ে বেড়াতে দেখা গেছে।

এর আগে ২০১৫ সালে সিয়াটলের উত্তরে ইন্টারস্টেট ৫-এ ১ কোটি ৪০ লক্ষ মৌমাছি একটি ট্রাক থেকে পালিয়ে যায় এবং মানুষকে কামড়ানো শুরু করে।

মৌমাছি খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; বাদাম, শাকসবজি, বেরি, লেবু এবং তরমুজসহ ১০০ টিরও বেশি ফসলের পরাগায়ন করে। মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারীর পতঙ্গ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এর জন্য বিশেষজ্ঞরা কীটনাশক, পরজীবী, রোগ, জলবায়ু পরিবর্তন এবং বৈচিত্র্যময় খাদ্য সরবরাহের অভাবকে দায়ী করেছেন।

২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মৌমাছিদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ২০ মে প্রথম ‘বিশ্ব মৌমাছি দিবস’ পালন করে।

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে ট্রাক থেকে পালালো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে উল্টে পড়া একটি ট্রাক থেকে প্রায় ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এ ঘটনার পর মৌমাছির ঝাঁক থেকে লোকজনকে দূরে রাখতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড ওজনের সক্রিয় মৌচাকবাহী ওই ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।

হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিভাগের কর্মকর্তারা একাধিক অভিজ্ঞ মৌচাষীর সহায়তা নেন। লক্ষ্য হচ্ছে, যত বেশি সংখ্যক মৌমাছিকে বাঁচানো যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত’ সড়কের যেখানে দুর্ঘটনা হয়েছে, সেটি বন্ধ থাকবে। ’

সতর্কতা জারি করে হোয়াটকম কাউন্টির শেরিফ বলছে, ‘২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। মৌমাছি পালানো এবং ঝাঁক বেধে ঘুরে বেড়ানোর সম্ভাবনা থাকায় এলাকাটি এড়িয়ে চলুন।’

তারা বলছে, ‘মৌমাছিদের চাকে ফেরাতে ও রানি মৌমাছিকে খুঁজে বের করার সুযোগ দিতে পরিকল্পনা করা হয়েছে। এটা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হওয়া উচিত। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে পুলিশ ‘মৌচাষীদের’ ধন্যবাদ জানিয়ে বলেছে, দুর্ঘটনার পর দুই ডজনের বেশি মৌচাষী মৌমাছিদের উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসেন।

আজ সকালের মধ্যে বেশিরভাগ মৌমাছিরই চাকে ফেরার কথা, জানিয়েছে শেরিফের কার্যালয়।

পুলিশের শেয়ার করা এক ভিডিওতে উল্টে পড়া লরির আশপাশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিকে উড়ে বেড়াতে দেখা গেছে।

এর আগে ২০১৫ সালে সিয়াটলের উত্তরে ইন্টারস্টেট ৫-এ ১ কোটি ৪০ লক্ষ মৌমাছি একটি ট্রাক থেকে পালিয়ে যায় এবং মানুষকে কামড়ানো শুরু করে।

মৌমাছি খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; বাদাম, শাকসবজি, বেরি, লেবু এবং তরমুজসহ ১০০ টিরও বেশি ফসলের পরাগায়ন করে। মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারীর পতঙ্গ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এর জন্য বিশেষজ্ঞরা কীটনাশক, পরজীবী, রোগ, জলবায়ু পরিবর্তন এবং বৈচিত্র্যময় খাদ্য সরবরাহের অভাবকে দায়ী করেছেন।

২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মৌমাছিদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ২০ মে প্রথম ‘বিশ্ব মৌমাছি দিবস’ পালন করে।