ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

যুক্তরাজ্যে বেড়েছে গৃহহীন লোকের সংখ্যা

জমির উদ্দিন সুমন, লন্ডন থেকে
  • Update Time : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / ২০১ Time View

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার সংকটের কারণে বাড়িঘর না থাকায় রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গৃহহীনতা নিয়ে কাজ করে এমন ব্রিটেনের একটি নেতৃস্থানীয় দাতব্য সংস্থা এই তথ্য দিয়েছে।

মঙ্গলবার ০২ এপ্রিল কম্বাইন্ড হোমলেসনেস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক নামের এই দাতব্য সংস্থা প্রকাশিত নতুন পরিসংখ্যান দেখা গেছে, ২০২২ -২০২৩ সালের এপ্রিল থেকে জুন এর মধ্যে প্রায় ৩ হাজার মানুষকে রাস্তায় কিংবা খোলা জায়গায় ঘুমাতে দেখা গেছে। এটি ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বৃদ্ধি এবং ২০২৩ সালের আগের তিন মাসের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি। রাস্তায় ঘুমানো এসব মানুষের প্রায় অর্ধেক প্রথমবারের মতো এটি করতে বাধ্য হয়েছে।

চ্যারিটির রাফ স্লিপিং এর ডিরেক্টর পেট্রা সালভা বলেন, “আমাদের বিশেষজ্ঞ দল প্রতিদিন সকাল এবং রাতে লন্ডন জুড়ে রাস্তায় থাকা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে দেখেছে। মহামারী চলাকালীন সরকার প্রদত্ত বর্ধিত বাসস্থান সহায়তা প্যাকেজের সমাপ্তি এবং জীবনযাত্রার সঙ্কটের ব্যয় বাড়ার কারণেই এটা ঘটেছে। ভয়ের বিষয় হল সামনে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ অনেকগুলো পরিবার তাদের বাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে।”

পরিসংখ্যানে আরও দেখা গেছে, জীবন যাপনের ব্যয় বৃদ্ধির কারণে লন্ডনে গৃহহীন দশজন মানুষের মধ্যে  একজন রাস্তায় থাকছে।

এদিকে মিসেস সালভা আরও বলেন, রাস্তায় থাকা মানুষের প্রকৃত সংখ্যা বাড়লেও, দ্বিতীয় রাত কাটাতে বাধা দেওয়া লোকের শতকরা হার প্রায় ৭৫ শতাংশ। সারা লন্ডন জুড়ে আউটরিচ এবং নো সেকেন্ড নাইট আউট টিমের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

যুক্তরাজ্যে বেড়েছে গৃহহীন লোকের সংখ্যা

জমির উদ্দিন সুমন, লন্ডন থেকে
Update Time : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার সংকটের কারণে বাড়িঘর না থাকায় রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গৃহহীনতা নিয়ে কাজ করে এমন ব্রিটেনের একটি নেতৃস্থানীয় দাতব্য সংস্থা এই তথ্য দিয়েছে।

মঙ্গলবার ০২ এপ্রিল কম্বাইন্ড হোমলেসনেস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক নামের এই দাতব্য সংস্থা প্রকাশিত নতুন পরিসংখ্যান দেখা গেছে, ২০২২ -২০২৩ সালের এপ্রিল থেকে জুন এর মধ্যে প্রায় ৩ হাজার মানুষকে রাস্তায় কিংবা খোলা জায়গায় ঘুমাতে দেখা গেছে। এটি ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বৃদ্ধি এবং ২০২৩ সালের আগের তিন মাসের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি। রাস্তায় ঘুমানো এসব মানুষের প্রায় অর্ধেক প্রথমবারের মতো এটি করতে বাধ্য হয়েছে।

চ্যারিটির রাফ স্লিপিং এর ডিরেক্টর পেট্রা সালভা বলেন, “আমাদের বিশেষজ্ঞ দল প্রতিদিন সকাল এবং রাতে লন্ডন জুড়ে রাস্তায় থাকা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে দেখেছে। মহামারী চলাকালীন সরকার প্রদত্ত বর্ধিত বাসস্থান সহায়তা প্যাকেজের সমাপ্তি এবং জীবনযাত্রার সঙ্কটের ব্যয় বাড়ার কারণেই এটা ঘটেছে। ভয়ের বিষয় হল সামনে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ অনেকগুলো পরিবার তাদের বাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে।”

পরিসংখ্যানে আরও দেখা গেছে, জীবন যাপনের ব্যয় বৃদ্ধির কারণে লন্ডনে গৃহহীন দশজন মানুষের মধ্যে  একজন রাস্তায় থাকছে।

এদিকে মিসেস সালভা আরও বলেন, রাস্তায় থাকা মানুষের প্রকৃত সংখ্যা বাড়লেও, দ্বিতীয় রাত কাটাতে বাধা দেওয়া লোকের শতকরা হার প্রায় ৭৫ শতাংশ। সারা লন্ডন জুড়ে আউটরিচ এবং নো সেকেন্ড নাইট আউট টিমের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে।