ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতের হানা, অতঃপর…

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৫৫ Time View

আড়াই হাজার থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রী মনে করে পুলিশের টহল গাড়িতে হানা দিয়েছে একদল ডাকাত। তখন সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে বেরিয়ে আসে পুলিশ।

এ সময় পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশ কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ডাকাতদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী সড়কের জালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

পুলিশ জানায়, ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে এএসআই রিপনের নেতৃত্বে বিশনন্দী সড়কে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। টহল গাড়িটি জালকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত। ডাকাতির চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা।

এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন কনস্টেবল মারুফ। ধস্তাধস্তিতে পুলিশ কনস্টেবল মারুফ সামান্য আহত হয়েছেন। শেষ পর্যন্ত পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজিকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে হানা দেয় ডাকাত দল। এ সময় এএসআই রিপনের নির্দেশে পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ করেন। তখন ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতের হানা, অতঃপর…

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Update Time : ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রী মনে করে পুলিশের টহল গাড়িতে হানা দিয়েছে একদল ডাকাত। তখন সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে বেরিয়ে আসে পুলিশ।

এ সময় পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশ কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ডাকাতদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী সড়কের জালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

পুলিশ জানায়, ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে এএসআই রিপনের নেতৃত্বে বিশনন্দী সড়কে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। টহল গাড়িটি জালকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত। ডাকাতির চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা।

এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন কনস্টেবল মারুফ। ধস্তাধস্তিতে পুলিশ কনস্টেবল মারুফ সামান্য আহত হয়েছেন। শেষ পর্যন্ত পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজিকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে হানা দেয় ডাকাত দল। এ সময় এএসআই রিপনের নির্দেশে পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ করেন। তখন ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।