মৌলভীবাজারে “নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচারণা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার
- Update Time : ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ৪৭২ Time View
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে “নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচারণা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার ডিইএমও হল রুমে কেন্দ্রে আজ ১৭ মে সকালে।
মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও রেডিও পল্লী কন্ঠ সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আকতার হুসেন, মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অফিসের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, এখন টিভি‘র জেলা প্রতিনিধি এম.এ হামিদ।
উপস্থিত ছিলেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান আকন্দ,সময় টিভি‘র জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
বিদেশ গমনেচ্ছু পুরুষ-নারী, মসজিদের ইমাম, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীর লোকজন সেমিনারে উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়