মোশাররফ করিম কার ভয়ে মাথায় হেলমেট পরেন
- Update Time : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৩৪৯ Time View
অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা মোশাররফ করিম। এবার একক নাটকে তাঁকে দেখা যাবে ‘হেলমেট মতিন’ নামে এক যুবকের চরিত্রে। এনডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরকার রোকন। সম্প্রতি পূবাইলের চটের আগায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
ভাঙারির ব্যবসা করেন মতিন। সংসারের নানা কাজ করতে করতে তাঁর স্ত্রী ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে স্বামীকে একজন কাজের লোক রেখে দিতে বলেন তিনি। কিন্তু ছোট ব্যবসা করার কারণে মতিন তেমন সামর্থ্য রাখেন না। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। সুযোগ পেলেই স্ত্রী রাগের বশে স্বামীর মাথায় আঘাত করেন। তাই মাথা রক্ষা করতে মতিন পরে নেন হেলমেট। ধীরে ধীরে তাঁর নাম হয়ে যায় ‘হেলমেট মতিন’। এরপর ঘটে যায় একের পর এক মজার ঘটনা।
অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি ফানি গল্পের নাটক। গল্পটি আমার ভালো লেগেছে। চরিত্রটি মজার এবং ভিন্নধর্মী। এ কারণেই এতে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের নাটকটি আনন্দ দেবে।’
মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আমিন আজাদ, রোবেনা রেজা জুঁই, সামন্তা পারভেজ প্রমুখ।
নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































