মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

- Update Time : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১২৪ Time View
দুই ম্যাচের হতাশা ভুলে জয়ে ফিরল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল আলবিসেলেস্তেরা। ম্যাচে একাই হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।
বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার এস্তাদিও মাস মনুমেন্টালে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বড় জয়ের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। মেসি ছাড়াও জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা গোল পেয়েছেন।
ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এনে দেন মেসি। প্রথমার্ধের বিরিতির আগে বাকি দুই গোলে অবদানও মেসির। ৪৩ মিনিটে এক সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক, তিনি নিজেই শট নিতে পারতেন; কিন্তু আরও নিশ্চিত হতে বাঁদিকে মার্টিনেজকে খুঁজে নেন তিনি।
বক্সে ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে মেসির উঁচু করে বাড়ানো দারুণ থ্রু বল কোনাকুনি শটে জালে জড়ান আলভারেজ।
৬৯ মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান থিয়াগো আলমাদা। তখনো বাকি ছিল মেসির ম্যাজিক। শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে জাতীয় দলের হয়ে দশম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৮৪তম মিনিটে পালাসিওসের পাস থেকে, এর দুই মিনিট পর নিকো পাসের পাস থেকে গোল করে এলএমটেন। ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।
আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল সংখ্যা এখন ১১২। ১৩৩টি গোল নিয়ে শীর্ষে রোনালদো।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়