মুক্তির অপেক্ষায় রুনা অভিনীত একাধিক সিনেমা
- Update Time : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৪৭ Time View
বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার।
৪১ বছর বয়সে এসেও মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা।
এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।
এ ছাড়াও শেষ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ। সবগুলোই মুক্তির অপেক্ষায় আছে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রুনা খান বলেন, “মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমা। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত।
এছাড়া শেষ করেছি কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে।”
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়