ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ঢাবিতে শিক্ষা অনুদান পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা

মিলে গেলেন পরীমণি-রাজ!

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ১৩৬ Time View

সম্ভবত আরও এক ‘বিচ্ছেদ নাটকে’র শেষ টানলেন পরীমণি ও রাজ। দেশের মানুষকে ‘ঘোল’ খাইয়ে একমাত্র ছেলের ১০ মাস পূর্তির জন্মদিন পালন করলেন এই সমালোচিত দম্পতি।

সাধারণত যেখানে বছরে একবার জন্মদিন পালন করা হয়, সেখানে পরী তার ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন প্রতি মাসে। সেই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) ছেলের জন্মদিন পালন করেন তিনি। এ সময় পাশে ছিলেন রাজ ও তার নানা। সামাজিক মাধ্যমে জন্মদিনের পালনের ভিডিও প্রকাশ করেন এই বিতর্কিত নায়িকা।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমার জন্য অনেক স্পেশাল। ব্যস এতটুকুই।

এই তো কয়েকদিন আগে পরী জানিয়েছিলেন, রাজ তার বাড়ি থেকে চলে গেছেন। তারা এক ছাদের নিচে থাকছেন না। চেয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ। এমনকি ছেলের জন্য যদি রাজ তার কাছে ফিরে যায়, তাতেও কাজ হবে না। কিন্তু এখন!

আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি

এর আগেও যখন বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজে সম্পর্ক আছে জানিয়েছিলেন, তখনও বিচ্ছেদের কথা বলেছিলেন পরী। জানিয়েছিলেন, বিচ্ছেদ পক্রিয়া চলছে তাদের মধ্যে। যদিও পরে সব ঠিক হয়ে যায়। তখন এই দম্পতি দোষ চাপান গণমাধ্যমকর্মীদের ওপর। জানান, সত্যটা সাংবাদিকরা বের করতে পারেননি। ব্যর্থতাটা তাদের।

Please Share This Post in Your Social Media

মিলে গেলেন পরীমণি-রাজ!

Update Time : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

সম্ভবত আরও এক ‘বিচ্ছেদ নাটকে’র শেষ টানলেন পরীমণি ও রাজ। দেশের মানুষকে ‘ঘোল’ খাইয়ে একমাত্র ছেলের ১০ মাস পূর্তির জন্মদিন পালন করলেন এই সমালোচিত দম্পতি।

সাধারণত যেখানে বছরে একবার জন্মদিন পালন করা হয়, সেখানে পরী তার ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন প্রতি মাসে। সেই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) ছেলের জন্মদিন পালন করেন তিনি। এ সময় পাশে ছিলেন রাজ ও তার নানা। সামাজিক মাধ্যমে জন্মদিনের পালনের ভিডিও প্রকাশ করেন এই বিতর্কিত নায়িকা।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমার জন্য অনেক স্পেশাল। ব্যস এতটুকুই।

এই তো কয়েকদিন আগে পরী জানিয়েছিলেন, রাজ তার বাড়ি থেকে চলে গেছেন। তারা এক ছাদের নিচে থাকছেন না। চেয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ। এমনকি ছেলের জন্য যদি রাজ তার কাছে ফিরে যায়, তাতেও কাজ হবে না। কিন্তু এখন!

আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি

এর আগেও যখন বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজে সম্পর্ক আছে জানিয়েছিলেন, তখনও বিচ্ছেদের কথা বলেছিলেন পরী। জানিয়েছিলেন, বিচ্ছেদ পক্রিয়া চলছে তাদের মধ্যে। যদিও পরে সব ঠিক হয়ে যায়। তখন এই দম্পতি দোষ চাপান গণমাধ্যমকর্মীদের ওপর। জানান, সত্যটা সাংবাদিকরা বের করতে পারেননি। ব্যর্থতাটা তাদের।