মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী
- Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১৯৯ Time View
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া (স্বতন্ত্র) ২৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক ) ২২৬৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক ) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার ( ২৫ মে ) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।
ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে কোথাও থেকে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সহিংসতা রোধে মাঠে ছিলো, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৫২৯। ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ। সেলিম মিয়া ( ঘোড়া প্রতীক) ২৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক) ২২৬৪ ভোট পেয়েছে। মো. জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম স্বপনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়