মির্জাগঞ্জে আশ্রয়ণের বেদখলকৃত ৮ টি ঘর উদ্ধার, ১৬ টি সিলগালা

- Update Time : ০৮:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ২০০ Time View
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া আশ্রয়ণে প্রধানমন্ত্রীর উপহারের ৬৫ টি ঘর রয়েছে। গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি ও দলিল উপকারভোগীদের তুলে দেন এবং সেইসাথে মির্জাগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
উদ্বোধনের পর ওই ঘরগুলোতে উপকারভোগীরা পর্যায়ক্রমে বসবাস শুরু করে। এর ভিতর বেশকিছু উপকারভোগী ঘরে শুধু তাদের মালামাল রেখে অন্যত্র বসবাস করে। কিন্তু মাঝেমধ্যে এসে শুধু ঘর দেখে চলে যায়। আবার অনেক উপকারভোগী ঘর বরাদ্দ পাওয়ার পর তালাবদ্ধ করে রেখে যায়। মাসের পর মাস পেরিয়ে গেলেও তারা ঘরের কোন খোঁজখবর নেয়নি। সেই সুযোগে দখলকারীরা ৮/১০ টি ঘরের তালা ভেঙে বেদখল করে নেয়। এ ঘটনা নিয়ে দৈনিক নওরোজ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
পরে গত শুক্রবার (১৮ আগস্ট) পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া সহ একটি টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
এতে ঘটনার সত্যতা পাওয়ায় পরদিন গত শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলকারীদের কাছ থেকে ৮ টি ঘর উদ্ধার করে প্রকৃত উপকারভোগীকে ফিরিয়ে দেন এবং ঘরে বসবাস না করে তালাবদ্ধ করে রাখায় ১৬ টি ঘর সিলগালা করেন।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসান বলেন, দখলকারীদের কাছ থেকে ৮ টি ঘর উদ্ধার করে বন্দোবস্তো গ্রহীতাকে ফিরিয়ে দেয়া হয়েছে। ঘর মালিক ঘরে অনুপস্থিত থাকায় ১৬ টি ঘরে সিলগালা করা হয়েছে। যারা প্রকৃত মালিক কিন্তু দূর দূরান্তে আছে তারা ফিরে আসলে তাদের চাবি দেয়া হবে।