মা হলেন সানা খান

- Update Time : ০১:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৫০ Time View
একসময় ধর্মের টানে বিনোদন দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান।
আপাতত মৌলানা আনাস সাইয়াদকে বিয়ে করে সংসার করেছেন সানা। ১৫ বছরের অভিনয় জীবনে ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নেয়া সাবেক এই অভিনেত্রী সম্প্রতি মা হয়েছেন।
ফুটফুটে পুত্র সন্তানের মা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন সানা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক অভিনেত্রী সানা খান।
জানা যায়, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। ইনস্টাগ্রাম পোস্টে সানা ও সৈয়দ তাদের দুজনের হাতের সঙ্গে একটি ফুটফুটে হাতের অ্যানিমেশন ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের সন্তানের জন্য যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আল্লাহর উপহার, আমাদের আরও ভালো হতে হবে। আপনাদের এই ভালোবাসা, দোয়া আমাদের এই যাত্রাপথকে আরও সমৃদ্ধ করেছে। সবাইকে ধন্যবাদ।’
এদিকে অভিনয় ছাড়লেও সানা খানের উপর থেকে স্পটলাইট পুরোপুরি সরে যায়নি। মা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন তিনি।
২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসকে বিয়ে করেন সানা। এরপরই অভিনয় থেকে বিদায় জানান তিনি।
ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার সিনেমায় কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়