ব্রেকিং নিউজঃ
মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৫৩ Time View
রাজধানীর মালিবাগে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, পার্কিং করা বাহন পরিবহনের বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন।
নওরোজ/এসএইচ