ব্রেকিং নিউজঃ
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১৩০ Time View
ভিসা সংক্রান্ত কাজে ঢাকার মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার।
জানা গেছে, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গার দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সে কারণে আজ তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন। ঢাকা থেকে লন্ডন হয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
নওরোজ/এসএইচ