ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব : মামুনুল হক সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতির মতবিনিময় সভা জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়ার কথা ছিল তা হয়নি : ছাত্রশিবির সভাপতি ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা বহু বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙন আতঙ্ক আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-২ আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-১ রাজধানীর বিভিন্ন মাদক স্পটে র‍্যাব-৩ এর অভিযান

মায়ামির অধিনায়ক হলেন মেসি

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১০:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ১৮৯ Time View

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাত্রই অভিষেক, ক্রুজ আজুলের বিপক্ষে খেলেছেন মাত্র ৩৬ মিনিট। সেই ম্যাচের একবারে শেষ মুহুর্তে স্টপওয়াচ টাইমে ঠিক যেন শো স্টপারের মতোই দুর্দান্ত এক ফ্রি কিক গোলে নিশ্চিত করেছেন দলের জয়।

মায়ামির হয়ে পুরো এক ম্যাচও না খেলা মেসি এবার পেয়ে গেলেন ক্লাবের অধিনায়কের দায়িত্ব। মেসির অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ কোচ জেরার্ডো টাটা মার্টিনো।

মায়ামির নিয়মিত অধিনায়ক জর্জ ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন দীর্ঘদিন। তার জায়াগাতেই দলের নেতৃত্ব দেবেন মেসি।

তবে মেসির মতো কিংবদন্তির কাছে অধিনায়কের আর্মব্যান্ড থাকলে সেটি আর পরে জর্জের কাছে ফেরার সম্ভাবনা কমই বলা যায়।

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার নেতৃত্বভার সামলাচ্ছেন মেসি। কাতার বিশ্বকাপেও এলএম টেনের নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা পেরিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছে আলবিসেলেস্তারা।

দীর্ঘদিন সামলেছেন ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলনার অধিনায়কের দায়িত্বও। মায়ামিতে অধিনায়কের আর্মব্যান্ড সামলানোর জন্য তার চেয়ে যোগ্য আর কেই বা থাকতে পারে? গেলো মৌসুম শেষে ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। নতুন দেশে নতুন ক্লাবের হয়ে অভিষেকটাও দুর্দান্ত হয়েছে ক্ষুদে জাদুকরের।

নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মায়ামিকে জিতিয়েছেন নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের ফ্রিকিকে গোল করে। সেই ম্যাচেই মাঠে নামার পরই মেসির হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন ইয়েদলিন। এবার আনুষ্ঠানিকভাবেই দলের অধিনায়কের দায়িত্বভার চলএ এল মেসির কাঁধেই।

Please Share This Post in Your Social Media

মায়ামির অধিনায়ক হলেন মেসি

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ১০:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাত্রই অভিষেক, ক্রুজ আজুলের বিপক্ষে খেলেছেন মাত্র ৩৬ মিনিট। সেই ম্যাচের একবারে শেষ মুহুর্তে স্টপওয়াচ টাইমে ঠিক যেন শো স্টপারের মতোই দুর্দান্ত এক ফ্রি কিক গোলে নিশ্চিত করেছেন দলের জয়।

মায়ামির হয়ে পুরো এক ম্যাচও না খেলা মেসি এবার পেয়ে গেলেন ক্লাবের অধিনায়কের দায়িত্ব। মেসির অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ কোচ জেরার্ডো টাটা মার্টিনো।

মায়ামির নিয়মিত অধিনায়ক জর্জ ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন দীর্ঘদিন। তার জায়াগাতেই দলের নেতৃত্ব দেবেন মেসি।

তবে মেসির মতো কিংবদন্তির কাছে অধিনায়কের আর্মব্যান্ড থাকলে সেটি আর পরে জর্জের কাছে ফেরার সম্ভাবনা কমই বলা যায়।

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার নেতৃত্বভার সামলাচ্ছেন মেসি। কাতার বিশ্বকাপেও এলএম টেনের নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা পেরিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছে আলবিসেলেস্তারা।

দীর্ঘদিন সামলেছেন ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলনার অধিনায়কের দায়িত্বও। মায়ামিতে অধিনায়কের আর্মব্যান্ড সামলানোর জন্য তার চেয়ে যোগ্য আর কেই বা থাকতে পারে? গেলো মৌসুম শেষে ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। নতুন দেশে নতুন ক্লাবের হয়ে অভিষেকটাও দুর্দান্ত হয়েছে ক্ষুদে জাদুকরের।

নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মায়ামিকে জিতিয়েছেন নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের ফ্রিকিকে গোল করে। সেই ম্যাচেই মাঠে নামার পরই মেসির হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন ইয়েদলিন। এবার আনুষ্ঠানিকভাবেই দলের অধিনায়কের দায়িত্বভার চলএ এল মেসির কাঁধেই।