মামার দোকানে সিগারেট চুরি করে গ্রেফতার ভাগ্নে!

- Update Time : ১২:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ৪২৮ Time View
চুরির অভিযোগে মোহাম্মদ আলমগীর (৩৩) ও মোঃ আবু জাফর (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে গ্রেফতার করা হয় আবু জাফরকে।
উদ্ধার করা হয় চুরিকৃত মালামাল। গ্রেফতারকৃত আলমগীর যে দোকান থেকে মালামাল চুরি করেন তার মালিক তার আপন মামা বাদশা মিয়া।
আলমগীর ৮ বছর ধরে তার মামার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন এবং ৪৮০ প্যাকেট মালব্রো সিগারেট চুরি হয়ে গেছে। আবার আলমগীরও দোকানে নেই।
এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত হয় সিগারেট চুরি করে আলমগীরই পালিয়েছেন।
পরে তিনি এ ব্যাপারে মামলা দায়ের করেন। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় আবু জাফরকে।
আবু জাফর, আলমগীরের কাছ থেকে এসব চোরাই সিগারেট কিনে নেন। পরে তার কাছ থেকে ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট উদ্ধার করা হয়।