মামলা প্রত্যাহারের দাবীতে ডিসি ও এসপিকে স্মারক লিপি
ফেনীর সোনাগাজীতে কাদিয়ানীদের মসজিদ নির্মাণ কাজ স্থগিত
- Update Time : ০৬:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৫৫ Time View
ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্ৰামে গত কয়েক বছর যাবত কাদিয়ানীরা আখড়া গেড়ে নিরীহ মুসলিম গ্রামবাসীকে বিভিন্ন প্রলোভনে ধর্মান্তরিত করে আসছিল। আগষ্ট বিপ্লবের পর তারা তড়িঘড়ি করে উক্ত গ্রামে টিনের দোচালা একটি ইবাদতখানা নির্মাণ করে যাকে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মসজিদ নামে আখ্যায়িত করে।
গত নভেম্বরের ২৯ তারিখে নড়বড়ে ঘরটি কে বা কারা আংশিক ক্ষতি করে। এতে কাদিয়ানীরা চলতি ১লা ডিসেম্বর তারিখে একজনকে নাম উল্লেখ করে এবং আরো কিছু সংখ্যককে অজ্ঞাত রেখে সোনাগাজী থানায় মামলা নং-২ দায়ের করে।
পুলিশ সেই মামলায় একজনকে আটক করলে তৌহিদী জনতার দাবীর মুখে ছেড়ে দিতে বাধ্য হয়। এতে উক্ত এলাকায় জনসাধরনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে প্রশাসনের সহযোগিতায় উক্ত ঘরের নির্মাণ কাজ শুরু হলে পরিস্থিতি বিস্ফোরম্মুখ হয়ে উঠে।
বুধবার দুপুরে সোনাগাজী থেকে দুই শতাধিক আলেম ওলামা ডিসি সাইফুল ইসলাম ও এসপি হাবিবুর রহমানকে মামলা প্রত্যাহার ও কাদিয়ানীদের এবাদতখানা নির্মাণ স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটিও ওলামা বাজার মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা শিব্বির আহমদ, সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, উসমানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিমুল্লাহ, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি আহসান উল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি আবদুর রহমান, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা হিজবুল্লাহ, হেফাজতে ইসলামের সেক্রেটারী মুফতি নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, পৃথিবীর বহু মুসলিম দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করা হলেও বাংলাদেশে সর্বস্তরের মুসলমানরা দাবী করলেও তাদেরকে অমুসলিম ঘোষনা করা হয়নি বরং বিগত ফ্যাসিবাদী সরকার তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে গেছে। বিপ্লবত্তোর বাংলাদেশে অমুসলিম কাদিয়ানী সম্প্রদায়ের আস্ফালন হঠাৎ বেড়ে যাওয়ার রহস্য কি বুঝা যাচ্ছনা। সেই সাথে ফেনীর প্রশাসন তাদেরকে আনুকূল্য প্রদর্শন করে বর্তমান নাজুক সময়ে কেন পরিস্থিতি ঘোলাটে করছে তাও কারো বোধগম্য নয়।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়