ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

মাভাবিপ্রবিতে সাবেক তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : ১১:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৫১৭ Time View

মো. শাহ পরান শুভ(বামে),আব্দুল্লাহ্ আল জুনায়েদ(মাঝে),ক্বারী আল হাসান(ডানে)।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের নিয়ে গঠিত মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহ পরান শুভ আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল জুনায়েদ সদস্য সচিব এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্বারী আল হাসান মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১৮ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। পাশাপাশি, উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আহমদ মাহদী হাসান, ইহসান আজিজ, ইমতিয়াজ আল-আরাব, জাবের আল খালেদ, জাহাঙ্গীর আলম ও সজীব তালুকদার জুবায়ের।

আহ্বায়ক মো. শাহ পরান শুভ বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এক বিশাল দায়িত্বও। মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন-এর মাধ্যমে সাবেক ও বর্তমান মিল্লাত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। সবার দোয়া ও সহায়তাই আমাদের অগ্রযাত্রাকে সহজ করবে।”

সদস্য সচিব আব্দুল্লাহ্ আল জুনায়েদ বলেন, “আহ্বায়ক কমিটির সঙ্গে একসাথে কাজ করে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি একদিন একটি মডেল সংগঠনে পরিণত হবে।”

মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি-এর মূল লক্ষ্য হচ্ছে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের কল্যাণ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং কর্মজীবনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি, মাদরাসা-ভিত্তিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে শক্ত অবস্থান নিশ্চিত করতেও সক্রিয়ভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

মাভাবিপ্রবিতে সাবেক তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাভাবিপ্রবি প্রতিনিধি
Update Time : ১১:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের নিয়ে গঠিত মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহ পরান শুভ আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল জুনায়েদ সদস্য সচিব এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্বারী আল হাসান মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১৮ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। পাশাপাশি, উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আহমদ মাহদী হাসান, ইহসান আজিজ, ইমতিয়াজ আল-আরাব, জাবের আল খালেদ, জাহাঙ্গীর আলম ও সজীব তালুকদার জুবায়ের।

আহ্বায়ক মো. শাহ পরান শুভ বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এক বিশাল দায়িত্বও। মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন-এর মাধ্যমে সাবেক ও বর্তমান মিল্লাত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। সবার দোয়া ও সহায়তাই আমাদের অগ্রযাত্রাকে সহজ করবে।”

সদস্য সচিব আব্দুল্লাহ্ আল জুনায়েদ বলেন, “আহ্বায়ক কমিটির সঙ্গে একসাথে কাজ করে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি একদিন একটি মডেল সংগঠনে পরিণত হবে।”

মিল্লাতিয়ানস অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবি-এর মূল লক্ষ্য হচ্ছে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীদের কল্যাণ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং কর্মজীবনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি, মাদরাসা-ভিত্তিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে শক্ত অবস্থান নিশ্চিত করতেও সক্রিয়ভাবে কাজ করবে।