ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে – পানি সম্পদ উপদেষ্টা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান,পারমাণবিক কর্মসূচি চলবে: পেজেশকিয়ান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে অভিনব প্রতিবাদ মাইলস্টোন শিক্ষার্থীদের উসকানিদাতা রাফি যুবলীগ নেতা ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেফতার সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান এই স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কাজের না : হাসনাত আবদুল্লাহ সরকারের দুর্বলতাকে নয় সদিচ্ছাকে বড় করে দেখা উচিতঃ মির্জা ফখরুল ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলা যাবে না সিইসি ও কমিশনার নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো একমত

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০২:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১০৪ Time View

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মৃতদের সঠিক তালিকা প্রকাশ, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (জুলাই ২২) বিকেল সাড়ে ৫টায়  বাকৃবির আব্দুল জব্বার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মাহবুবা নাবিলা এবং সদস্য মাহমুদুল হাসান রাজু।

সমাবেশে বক্তারা বলেন, “গতকাল একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা একটি মানবিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম। সরকারের উচিত ছিল রাষ্ট্রীয় দায় স্বীকার করে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালানো, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, নিরাপত্তা বাহিনী কর্তৃক প্রকৃত লাশের সংখ্যা প্রকাশে বাধা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালালো হলো। রাষ্ট্রীয় উদ্যোগে আর্থিক বরাদ্দ না দিয়ে পাবলিক ফান্ডিং আহ্বান করা হলো, যা অত্যন্ত দুঃখজনক। এই সিদ্ধান্ত রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থতার নজির স্থাপন করেলো”

বক্তারা আরও বলেন, “আমরা জনবহুল এলাকার আকাশে ঝুঁকিপূর্ণ ও যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রশিক্ষণ পরিচালনার তীব্র নিন্দা জানাই। জননিরাপত্তার স্বার্থে এমন এলাকায় প্রশিক্ষণ পরিচালনা না করলে এই দুর্ঘটনা এড়ানো যেত। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই-রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার করে প্রকৃত মৃতের সংখ্যা নিশ্চিত করতে হবে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করতে হবে। একইসাথে ঝুঁকিপূর্ণ বিমানে জনবহুল আকাশে প্রশিক্ষণ কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০২:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মৃতদের সঠিক তালিকা প্রকাশ, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (জুলাই ২২) বিকেল সাড়ে ৫টায়  বাকৃবির আব্দুল জব্বার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মাহবুবা নাবিলা এবং সদস্য মাহমুদুল হাসান রাজু।

সমাবেশে বক্তারা বলেন, “গতকাল একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা একটি মানবিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম। সরকারের উচিত ছিল রাষ্ট্রীয় দায় স্বীকার করে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালানো, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, নিরাপত্তা বাহিনী কর্তৃক প্রকৃত লাশের সংখ্যা প্রকাশে বাধা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালালো হলো। রাষ্ট্রীয় উদ্যোগে আর্থিক বরাদ্দ না দিয়ে পাবলিক ফান্ডিং আহ্বান করা হলো, যা অত্যন্ত দুঃখজনক। এই সিদ্ধান্ত রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থতার নজির স্থাপন করেলো”

বক্তারা আরও বলেন, “আমরা জনবহুল এলাকার আকাশে ঝুঁকিপূর্ণ ও যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রশিক্ষণ পরিচালনার তীব্র নিন্দা জানাই। জননিরাপত্তার স্বার্থে এমন এলাকায় প্রশিক্ষণ পরিচালনা না করলে এই দুর্ঘটনা এড়ানো যেত। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই-রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার করে প্রকৃত মৃতের সংখ্যা নিশ্চিত করতে হবে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করতে হবে। একইসাথে ঝুঁকিপূর্ণ বিমানে জনবহুল আকাশে প্রশিক্ষণ কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”