ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে হামলার পরিকল্পনায় দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২৪১ Time View

ছবি : সংগৃহীত

সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অপরাধে দুজন সৌদি নাগরিকের ফাঁসি দিয়েছে সরকার। দেশটির শাসনকর্তা সংস্থার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অভিযোগে বলা হচ্ছে তারা নিরাপত্তা বাহিনী ও তাদের অবকাঠামোর ওপরও হামলার পরিকল্পনা করেছিল।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ রোববার (৯ নভেম্বর) জানিয়েছে, মসজিদে হামলা করার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে আজ দুজন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সরকারি সূত্র বলেছে, অভিযুক্তরা শুধুই মসজিদেই হামলা পরিকল্পনা করেনি। তারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে ঠিক কোথায় এবং কখন ওই হামলার চেষ্টা করা হবার ছিল, তা প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভও অনুমোদিত নয়। এসব নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পাওয়া যায়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর করার হার তুলনামূলকভাবে বেশি।

Please Share This Post in Your Social Media

মসজিদে হামলার পরিকল্পনায় দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অপরাধে দুজন সৌদি নাগরিকের ফাঁসি দিয়েছে সরকার। দেশটির শাসনকর্তা সংস্থার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অভিযোগে বলা হচ্ছে তারা নিরাপত্তা বাহিনী ও তাদের অবকাঠামোর ওপরও হামলার পরিকল্পনা করেছিল।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ রোববার (৯ নভেম্বর) জানিয়েছে, মসজিদে হামলা করার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে আজ দুজন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সরকারি সূত্র বলেছে, অভিযুক্তরা শুধুই মসজিদেই হামলা পরিকল্পনা করেনি। তারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে ঠিক কোথায় এবং কখন ওই হামলার চেষ্টা করা হবার ছিল, তা প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভও অনুমোদিত নয়। এসব নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পাওয়া যায়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর করার হার তুলনামূলকভাবে বেশি।