মূকাভিনয় নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থিয়েটার ফেস্টিভ্যাল
মরক্কো যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

- Update Time : ০৬:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ২১৭ Time View
৩৫ তম আন্তর্জাতিক ইউনিভার্সিটি থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিতে মরক্কো যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।
মূকাভিনয় নিয়ে মরক্কোর প্রাচীন ও ঐতিহাসিক শহর কাসাব্লাঙ্কায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটি অব কাসাব্লাঙ্কায় এ অনুষ্ঠান উদযাপিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়েছে। এ সংবাদ সম্মেলনে মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিও, শান্তা তাওহিদা, মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশ ছাড়াও এ উৎসবে ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনেশিয়া ও সৌদি আরবের শিল্পীরা অংশ নিচ্ছেন। আগামী ২৪ থেকে ২৯ জুলাই এ উৎসব অনুষ্ঠিত হবে।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে ফেস্টিভ্যালে তারা ‘অস্বীকৃতি’, ‘চেয়ার : দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা এবং অতঃপর’, ‘সুবোধ পালাবে না আর’– এ চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনা উপস্থাপন করবেন।
এনামূল হক খন্দকার এর আলোক প্রক্ষেপণে এতে অভিনয় করবেন মীর লোকমান, মৌসুমী মৌ, মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের উপদেষ্টা তাওহিদা জাহান সফরটির নেতৃত্ব দেবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়