ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

- Update Time : ১০:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৯৩ Time View
ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাতিল হওয়া পত্রিকাগুলো হলো, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ. এম. এ. ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন. বি. এম. ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা;
আ. ন. ম. ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ; আ. ন. ম. ফারুক সম্পাদিত দৈনিক দিগন্ত বাংলা; শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ; বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।
এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কাছে ডিক্লারেশন বাতিলের চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত ১০ এপ্রিল ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক পত্রিকার ২য় ও ৩য় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সংখ্যাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এ বিষয়ে ১৬ এপ্রিল ১৩টি পত্রিকার প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরে ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা এবং নিজস্ব মুদ্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে ব্যাখ্যা দেন তারা। তবে জেলা প্রশাসন সেটি গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত মনে করেনি। এরপর ১৮ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরেজমিন তদন্তে প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট ১১টি পত্রিকা অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হচ্ছে না। এটি ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার স্পষ্ট লঙ্ঘন। ফলে ওই আইনটির ১০ ধারার বিধান অনুযায়ী পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, ‘গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একইভাবে ছাপা হওয়ায় শোকজ করা হয়, যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সেই কারণে ওই আইনটির ১০ ধারায় তাদের ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়