ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ৩
- Update Time : ০৪:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৬ Time View
এসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন গাংগিনার পাড়স্থ টিপটপ বেকারীর সামনে সরকারী পাকা রাস্তার উপর গত ৯ নভেম্বর ৩টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য আকাশ (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল চোর চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী এর বিরুদ্ধে ১১ টি মামলা আছে।
এছাড়া এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গামারীতলা সাকিনস্থ কাশিনাথপুর বাজার ব্রিজের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হইতে গতকাল ৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মাজাহারুল (২৪), মোঃ আবুল কাশেম (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ মাজাহারুল (২৪) এর বিরুদ্ধে ১টি মামলা আছে।
উদ্ধারকৃত ৩টি চোরাই মোবাইল সেট ও ৮ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নওরোজ/এসএইচ