ময়মনসিংহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৮:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ২৯ Time View
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।
গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল।
আজকের দিনব্যাপী ময়মনসিংহের কর্মসূচির নেতৃত্ব দেন নাইমুল কবীর লুয়নি,সভাপতি,মহানগর ছাত্রদল,তানভীর আহমেদ রবিন,সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদল,মাহাবুবর রহমান রানা,সভাপতি, দক্ষিন জেলা ছাত্রদল,আবু দাঊদ রায়াহান,সাধারন সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্রদল, নাহিদ ইসলাম ডুনন, সভাপতি, উত্তর জেলা ছাত্রদল,রায়হান শরীফ হলুদ সাধারণ সম্পাদক উত্তর জেলা ছাত্রদল।
সকাল ১১ টায় নতুন বাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকাসহসহ দলীয় পতাকা উওলোন করে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল।
দুপুর ১২ টায় দলীয় কর্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করে ময়মনসিংহ ছাত্রদল।
দুপুর ২ টায় নতুন বাজার দলীয় কার্যালয় থেকে নগরীর স্টেশন রোড কৃষ্ণচূড়া চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল।