মনোহরদীতে টিকটক ঘটনার বলি শরীফ অবশেষে প্রান দিলো
- Update Time : ০৯:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৩৩ Time View
মনোহরদীতে টিকটকের ঘটনা কেন্দ্রিক ছুরিকাঘাতে আহত যুবক শরীফের আজ বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু ঘটেছে।
মনোহরদীর বাঘবের গ্রামের মঈজ উদ্দীনের পুত্র শরীফ (২১) সাথে উপজেলার মাধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলছিলো। এমতাবস্থায় শরীফ বিদেশ চলে যাওয়ার পর শিক্ষার্থী প্রেমিকা একই উপজেলার চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের পুত্র শাকিলের সাথে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের ঘনিষ্টতা বিষয়ক নানা টিকটক বিদেশে বসেই শরীফের নজরে পড়ে।
সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে শরীফ এ নিয়ে ব্যাপক খোঁজ খবর শুরু করে। এ বিষয়ে মঙ্গলবার (১৬ মে)সাবেক প্রেমিক শরীফ ও বর্তমান প্রেমিক শাকিলের মধ্যে চন্দনপুর গ্রামে ব্যাপক কথা কাটাকাটি হয়।
এরই এক পর্যায়ে শাকিল শরীফের পেটসহ শরীরের নানাস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে শরীফ মারাত্মক আহতের পর চিকিৎসার্থে তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আঘাত গুরুতর বিবেচনায় ঐদিনই উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে শরীফের মৃত্যু ঘটেছে।মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন শরীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সেখানেই তার পোষ্ট মর্টেম হবে। থানায় শরীফের চাচার দায়েরকৃত আগের মামলাটিই এখন হত্যা মামলায় রুপান্তর হবে।আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।