ব্রেকিং নিউজঃ
মদ্যপ সাবেক সেনাকর্মকর্তার পুত্রের গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত,গুরুতর আহত আরো ২ জন

জাতীয় ডেস্ক
- Update Time : ১২:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ১৭৫ Time View
মদ্যপ সাবেক সেনাকর্মকর্তার পুত্রের বেপরোয়া গাড়ি চাপায় মারা গেছেন বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ, মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা এবং মোঃমেহেদি হাসান খাঁন।
আজ মধ্যরাতে ৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন এই তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহ আল মামুনের পুত্র, এ লেভেলের ছাত্র সাদমান, মাতাল অবস্থায় চেক পোস্টে অপেক্ষারত ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহতাসিম মাসুদ।
এর আগেও নেশাগ্রস্থ সেনা কর্মকর্তার পুত্ররা বেপরোয়া দুর্ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে (উদাহরণ হিসেবে অজিজের ছোট ছেলে)। পরিবর্তিত বাংলাদেশে কেউ যেন নিজ পিতৃপরিচয় রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে না পারে, সেটাই কাম্য।