মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল
- Update Time : ০৭:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ১৯ Time View
সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গেছে মক্কায় শাহরুখ খান ও গৌরী। ছবিটি ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠেছে, বিয়ের ৩৩ দশক পর ইসলাম গ্রহণ করলেন শাহরুখ ঘরণী।
ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হল শাহরুখ-গৌরীর ছবিটি সম্পূর্ণ ভুয়া।
শাহরুখ, গৌরী ও আরিয়ান আসলে ডিপফেকের শিকার। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এর আগে রশমিকা মন্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট ডিপফেকের শিকার হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এর আগে কফি উইথ করণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন, শাহরুখ কখনই তাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে। তিনি তার নিজের মতো করে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন। তাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমনভাবেই ঈদ পালন করা হয়। দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে, আর ঈদের দায়িত্ব নেন শাহরুখ।
শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন, তিনি তার সন্তানদের সবসময় বলেন যে তারা আগে ভারতীয়। মানবিকতা, মনুষ্যত্বই আসল ধর্ম।
১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। সে সময় শাহরুখ কিং খান হননি। শূন্য থেকে শুরু করেছিলেন দুজনে। আজ তিনি প্রতিষ্ঠিত। তাদের রয়েছে তিন সন্তানও। সব মিলিয়ে এখন সুখের সংসার তাদের।
সূত্র: হিন্দুস্থান টাইমস ও জি নিউজ।