ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অর্থপাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার জাহাজভাঙা শিল্প উপকূলের জন্য মারাত্মক: পরিবেশ উপদেষ্টা চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, নারী গ্রেফতার টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি সানাউল্লাহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন রাষ্ট্রপতির সাথে নব নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ রায়হান হত্যা মামলার শুনানী পেছালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে ফের বিজ্ঞপ্তি

ভোলায় ৫ রুটে বাস চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
  • Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১২৭ Time View

ভোলায় বাস শ্রমিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা বাস চলাচল বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পরলে ভেদুরিয়া, কুঞ্জেরহাট, লালমোহনেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এতে উভপক্ষের অন্তত আটজন আহত হন। এসময় কয়েকটি বাস ও অটোরিকশার গ্লাস ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা থেকেই বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, অটোরিকশা শ্রমিকরা বিনা কারণে তাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি বাস ভাঙচুর ও ৫-৬ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য জেলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ডেকেছেন। বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

অন্যদিকে অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকীর হোসেন জানান, বাস শ্রমিকরা তাদের ওপর আগে হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি অটোরিকশা ভাঙচুর ও ৩-৪ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ বলেন, বাস ও অটোরিকশা শ্রমিকদের সঙ্গে কথা চলছে। আশা করি তারা নিজেরা মিলে যাবেন।

Please Share This Post in Your Social Media

ভোলায় ৫ রুটে বাস চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ভোলায় বাস শ্রমিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা বাস চলাচল বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পরলে ভেদুরিয়া, কুঞ্জেরহাট, লালমোহনেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এতে উভপক্ষের অন্তত আটজন আহত হন। এসময় কয়েকটি বাস ও অটোরিকশার গ্লাস ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা থেকেই বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, অটোরিকশা শ্রমিকরা বিনা কারণে তাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি বাস ভাঙচুর ও ৫-৬ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য জেলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ডেকেছেন। বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

অন্যদিকে অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকীর হোসেন জানান, বাস শ্রমিকরা তাদের ওপর আগে হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি অটোরিকশা ভাঙচুর ও ৩-৪ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ বলেন, বাস ও অটোরিকশা শ্রমিকদের সঙ্গে কথা চলছে। আশা করি তারা নিজেরা মিলে যাবেন।