ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ২৭ Time View

বর্তমানে ভোটার হওয়ার বয়স ১৫ বছর করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এখন সবাই অনেক সচেতন। বাজারে কী ফোন এসেছে তা এখানকার সবাই জানে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ্য করে সারজিস আলম বলেন, পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের মেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করেছেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।

আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।

তারা ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

বর্তমানে ভোটার হওয়ার বয়স ১৫ বছর করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এখন সবাই অনেক সচেতন। বাজারে কী ফোন এসেছে তা এখানকার সবাই জানে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ্য করে সারজিস আলম বলেন, পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের মেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করেছেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।

আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।

তারা ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নওরোজ/এসএইচ