ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আশা সিইসির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৭ Time View

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতি হচ্ছে’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সবাইকে নিয়ে তা প্রতিহত করা হবে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ঠিক হয়ে যাবে’ বলেও আশা করেন তিনি।

বুধবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে নির্বাচনি প্রশিক্ষণ উপলক্ষে ‘নির্বাচনি মহড়া’ পরিদর্শন শেষে কথা বলছিলেন তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার ও বিজিবি মহাপরিচালক উপস্থিত ছিলেন।

ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা বলবো না যে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। ৫ অগাস্ট পরবর্তী সময়ের তুলনা করে দেখেন, ঠিক হয়ে যাবে (ভোটের সময়)।”

ভোটের সময় উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে নির্বাচনি মহড়ার প্রশংসা করে সিইসি বলেন, “অনাকাঙ্খিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। আশা করি অনাকাঙ্খিত সিচুয়েশন হবে না। মানুষ পরিস্থিতি জানে, রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন চাই। সবাইকে নিয়ে আমরা আমরা একটা সুন্দর নির্বাচন দিতে সফলকাম হব।“

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে সুন্দর নির্বাচনের একটা নমুনা এই প্রদর্শনীর মাধ্যমে সবাই দেখেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি তা দেখলাম, তারা যে ভোটের বিষয়ে কমিটেড এবং তাদের প্রস্তুতি, দায়বদ্ধতা নিয়ে বাহিনীর সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছে। এ মহড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রভাব ফেলবে।

“আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছি সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটারসহ সবাইকে নিয়ে আমরা সেটা অর্জন করব এবং ডেলিভার করব।”

Please Share This Post in Your Social Media

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আশা সিইসির

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতি হচ্ছে’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সবাইকে নিয়ে তা প্রতিহত করা হবে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ঠিক হয়ে যাবে’ বলেও আশা করেন তিনি।

বুধবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে নির্বাচনি প্রশিক্ষণ উপলক্ষে ‘নির্বাচনি মহড়া’ পরিদর্শন শেষে কথা বলছিলেন তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার ও বিজিবি মহাপরিচালক উপস্থিত ছিলেন।

ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা বলবো না যে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। ৫ অগাস্ট পরবর্তী সময়ের তুলনা করে দেখেন, ঠিক হয়ে যাবে (ভোটের সময়)।”

ভোটের সময় উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে নির্বাচনি মহড়ার প্রশংসা করে সিইসি বলেন, “অনাকাঙ্খিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। আশা করি অনাকাঙ্খিত সিচুয়েশন হবে না। মানুষ পরিস্থিতি জানে, রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন চাই। সবাইকে নিয়ে আমরা আমরা একটা সুন্দর নির্বাচন দিতে সফলকাম হব।“

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে সুন্দর নির্বাচনের একটা নমুনা এই প্রদর্শনীর মাধ্যমে সবাই দেখেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি তা দেখলাম, তারা যে ভোটের বিষয়ে কমিটেড এবং তাদের প্রস্তুতি, দায়বদ্ধতা নিয়ে বাহিনীর সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছে। এ মহড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রভাব ফেলবে।

“আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছি সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটারসহ সবাইকে নিয়ে আমরা সেটা অর্জন করব এবং ডেলিভার করব।”