ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি
- Update Time : ০৯:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১০৬ Time View
পাবনা প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। এ জন্য আজকে মহান আল্লাহ আমাকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আমি পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য, আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি। আমি দৈনিক বাংলার বাণীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছি। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি।
এ সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ।
এর আগে, সকাল ১০টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি।