ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

ভূঞাপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ১০১ Time View

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দাসী-যমুনা সেতু সড়কের স্কুল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ইভটিজারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বাবু সুবাস চন্দ্র পাল, হাবিবুর রহমান সংগ্রাম, শিক্ষার্থী সুরভী আক্তার, লামিয়া জান্নাত, নুসরাত ইমরোজ মাইশা, জিহাদ হাসান, মাহবুব হোসেন প্রমুখ।

শিক্ষার্থী সুরভী, মাইশা ও লামিয়া বলেন- আমরা বিদ্যালয়ে যাওয়া আসার সময় কিছু বখাটে ছেলে রাস্তায় রাস্তায় বসে থাকে এবং খারাপ খারাপ কথা বলে। বিভিন্ন ভাবে খারাপ ইশারা ইঙ্গিত করে এবং অশালীন মন্তব্য করে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কেউ প্রতিবাদ করলে তাকে অপমান করে। তারা আরো বলেন- আমরা মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারি না। যেকোন সময় অঘটন ঘটতে পারে এমন আশঙ্কায় থাকতে হয়। আমরা আমাদের নিরাপত্তা দাবি ও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ শিক্ষকদের। তাই প্রশাসনের প্রতি আহ্বান করছি যেন, বখাটে ও ইভটিজারদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

ভূঞাপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Update Time : ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দাসী-যমুনা সেতু সড়কের স্কুল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ইভটিজারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বাবু সুবাস চন্দ্র পাল, হাবিবুর রহমান সংগ্রাম, শিক্ষার্থী সুরভী আক্তার, লামিয়া জান্নাত, নুসরাত ইমরোজ মাইশা, জিহাদ হাসান, মাহবুব হোসেন প্রমুখ।

শিক্ষার্থী সুরভী, মাইশা ও লামিয়া বলেন- আমরা বিদ্যালয়ে যাওয়া আসার সময় কিছু বখাটে ছেলে রাস্তায় রাস্তায় বসে থাকে এবং খারাপ খারাপ কথা বলে। বিভিন্ন ভাবে খারাপ ইশারা ইঙ্গিত করে এবং অশালীন মন্তব্য করে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কেউ প্রতিবাদ করলে তাকে অপমান করে। তারা আরো বলেন- আমরা মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারি না। যেকোন সময় অঘটন ঘটতে পারে এমন আশঙ্কায় থাকতে হয়। আমরা আমাদের নিরাপত্তা দাবি ও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ শিক্ষকদের। তাই প্রশাসনের প্রতি আহ্বান করছি যেন, বখাটে ও ইভটিজারদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।