ভূঞাপুরে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন চায় নাগরিক সমাজ
- Update Time : ০৪:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৮ Time View
টাঙ্গাইলের ভূঞাপুরে “ভোটার সচেতনতা ও সক্রিয় নাগরিকত্ব বিষয়ক প্রকল্প”র আওতায় স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক বিরাজমান অস্থিরতারোধসহ সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের উদ্যোগে ভূঞাপুর- বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সুজনের সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাহমুদ আলীর সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন- পিএফজি’র সমন্বয়কারী শাহ আলম প্রামাণিক, আব্দুস সালাম, অধ্যাপক আখতার হোসেন খান, গোপালপুর সুজন সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আনজু আনোয়ারা ময়না, মনিরুজ্জামান তরফদার বাবু, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।