ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে সালমান
- Update Time : ০৮:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২১৮ Time View
এবার ভুয়া বিজ্ঞাপনের বিড়ম্বনায় পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি অনলাইনে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপনটি বলছে, নতুন ছবির জন্য অভিনেতা খুঁজছেন সালমান। তিনিই বেছে নেবেন আগামীর স্টারকে। এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই সালমানের প্রযোজনা সংস্থায় আসছে একের পর এক ফোন ও ইমেল। সবাই জানতে চাইছেন বিজ্ঞাপনটির বিষয়ে। এদিকে মুহুর্মুহু ফোন ও ইমেইলে সবাই বিরক্ত।
এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে সামাজিক মাধ্যমে লিখতে বাধ্য হয়েছেন সালমান। তিনি লিখেছেন, সবাইকে স্পষ্ট জানানো হচ্ছে সালমান খান ও সালমান খান ফিল্মস কোনও ছবির জন্য কাস্টিং করছে না।
এমনকি, কোনও কাস্টিং ডিরেক্টর বা সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি। কোনও ইমেল বা মেসেজের উপর বিশ্বাস করবেন না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























































































































































































